বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া (১৯৪৬-২০২৫)। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন। জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে, ১৯৪৬ সালে। পারিবারিক নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয়। দেশ স্বাধীন হলে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালে তার মৃত্যুর পর দলের হাল ধরেন খালেদা জিয়া। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন। ২০০১ সালেও তার নেতৃত্বে বিএনপি চারদলীয় ঐক্যজোট গঠন করে সরকার গঠন করে। ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে গ্রেপ্তার হন খালেদা জিয়া। এরপর থেকেই মূলত তার রাজনৈতিক জীবন নানামুখি সংগ্রাম, বাধানিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়, রাজপথই হয় দলটির ঠিকানা। রাজনীতি থেকে বিচ্ছিন্ন একপ্রকার বন্দি জীবন কাটাতে বাধ্য হন খালেদা জিয়া। বয়সজনিত কারণসহ শারীরিক নানা জটিলতায় এর মধ্যে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ ২০২৫ সালের ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়া মারা যান।