ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় খালেদা জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৭, ২৮ জানুয়ারি ২০২৬
খুলনায় খালেদা জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 

খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে।

সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা এ প্রদর্শনীর আয়োজন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রয়াত বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও, পার্কের মুক্তমঞ্চে তার জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামান্যচিত্র) দেখানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। প্রদর্শনী বুধবার শেষ হবে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়