ত্রিবেণীতে আজ গাইবেন যমজ বোন সাথী-বীথি
যমজ বোন নুসরাত জাহান সাথী এবং ইশরাত জাহান বীথি। দুজনই ছায়ানটে শিক্ষক সহযোগী হিসেবে কর্মরত। গানের চর্চাও করেছেন সেখানে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে হলেও বেড়ে ওঠা ঢাকায়। তাদের পড়ালেখা শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির রবীন্দ্র সংগীত বিভাগে। ছোটবেলা থেকে বাবার মুখে শুনেছেন রবীন্দ্র সংগীত। তাদের মধ্যে রবীন্দ্র সংগীতের প্রতি অনুরাগের জন্ম সেই থেকেই।
১০:২০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার