ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্রিবেণীর বর্ষ সমাপন পর্বে বাছাই করা গান নিয়ে আসছেন প্রিয়াংকা

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৩১, ২৯ ডিসেম্বর ২০২১
ত্রিবেণীর বর্ষ সমাপন পর্বে বাছাই করা গান নিয়ে আসছেন প্রিয়াংকা

ত্রিবেণীতে আজ গাইবেন কণ্ঠশিল্পী শবনম মুশতারি প্রিয়াঙ্কা

শেষ হয়ে যাচ্ছে ২০২১ সাল। ত্রিবেণীর বর্ষ সমাপন পর্বে আজ বুধবার রাত ১০টায় গাইবেন তরুণ মেধাবী কণ্ঠশিল্পী শবনম মুস্তারী প্রিয়াংকা। এই পর্বে থাকবে কিছু চিরায়ত আধুনিক গান। বাছাই করা কিছু সেরা গান দিয়ে সাজানো হয়েছে ত্রিবেণীর এই পর্ব।

ছোটবেলা থেকেই গান চর্চা করছেন প্রিয়াংকা। যশোরের চৌগাছার এই শিল্পীর গানের হাতে খড়ি তার কণ্ঠশিল্পী বাবা ইয়াকুব হোসেন বাবলার কাছে। প্রিয়াংকার পছন্দের শীর্ষে আধুনিক গান। ছায়ানটে তালিম নিচ্ছেন নজরুল সংগীতে। তালিকাভুক্ত আছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এবং শিল্পকলা একাডেমিতে।

আরো পড়ুন:

আজ (বুধবার, ২৯ ডিসেম্বর-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৮৬তম পর্ব। ত্রিবেণীর আজকের আসরে গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করবেন এই তরুণ শিল্পী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করছেন শবনম মুশতারি। গানকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। রাইজিংবিডিকে জানান, ত্রিবেণীর অনুষ্ঠান নির্মাণ কোয়ালিটি দারুণ। সবকিছুই গোছানো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তরুণ শিল্পীদের বেড়ে উঠতে জায়গা করে দিচ্ছে ত্রিবেণী। তরুণদের সংগীত চর্চায় ত্রিবেণীর অবদান অনস্বীকার্য। জেনে ভালো লাগছে যে, এমন একটি অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচার হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রচারিত হচ্ছে। লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উপস্থাপক উদয় হাকিম বলেন, সারাদেশের শিল্পীদের নিয়ে গান-আড্ডার অনুষ্ঠান ত্রিবেণী। দর্শক-শ্রোতাদের সংগীতানন্দ দিতে রাইজিংবিডির এই ক্ষুদ্র প্রয়াস। সুস্থ বিনোদন প্রচারে সচেষ্ট ত্রিবেণী। দর্শকদের কথা চিন্তা করেই অনুষ্ঠান নির্মাণ ও প্রচারিত হয়। এরইমধ্যে ত্রিবেণী সাংস্কৃতিক বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরা হচ্ছে। তরুণ শিল্পীদের জন্য ত্রিবেণী হয়ে উঠছে সংস্কৃতি চর্চা কেন্দ্র। এখানে এসে শিল্পীরা সুযোগ পাচ্ছেন নিজেদের মেলে ধরার।

তিনি আরও বলেন, শিল্পীরা যাতে সৃজনশীল চর্চার সুযোগ ও স্বীকৃতি পান সে জন্যই ত্রিবেণীর এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ত্রিবেণীতে তারকা শিল্পীদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected])। ই-মেইলের মাধ্যমে নিজের কণ্ঠে গাওয়া বিভিন্ন গানের ইউটিউব বা ফেসবুক লিঙ্ক ত্রিবেণীকে শেয়ার করতে পারেন শিল্পীরা। ত্রিবেণী ফেসবুক পেজে (https://www.facebook.com/Tribeni.Risingbd) টেক্সটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd)  এই লিঙ্কে।
 

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়