ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্রিবেণীতে গাইবেন ঝিনাইদহের কণ্ঠশিল্পী ছোটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১১ আগস্ট ২০২১   আপডেট: ০৯:২৩, ১১ আগস্ট ২০২১
ত্রিবেণীতে গাইবেন ঝিনাইদহের কণ্ঠশিল্পী ছোটন

ত্রিবেণীতে আজ গাইবেন কণ্ঠশিল্পী ছোটন

একজন গ্রাফিক্স ডিজাইনারকে সংগীত চর্চায় দেখলে কেমন প্রতিক্রিয়া হবে আপনার? ব্যতিক্রম লাগছে নিশ্চয়ই! হ্যাঁ! সত্যিই তাই। গ্রাফিক্স ডিজাইনে ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি গানকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। বলছি ঝিনাইদহের কণ্ঠশিল্পী হাসিব আহমেদ ছোটনের কথা। ছোটবেলা থেকেই গান চর্চা করছেন। গান শিখেছেন জেলা শিল্পকলা একাডেমিতে। তালিম নিয়েছেন ‘অন্তরা সংগীত একাডেমি’ থেকেও। তিনি ফোক, লালন, গণসংগীত এবং ভারতীয় সংগীত জগতের পুরোধা ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার গানের জন্য জনপ্রিয়। গেয়েছেন জীবনমুখী বাংলা গানে বিশ্বসেরা নচিকেতার গানও।

আজ বুধবার (১১ আগস্ট) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণীর ৬৬তম পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন হাসিব আহমেদ ছোটন। গানে গানে মাতাবেন দর্শকদের।

আরো পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উপস্থাপক উদয় হাকিম বলেন, সারাদেশের কণ্ঠশিল্পীদের নিয়ে গান-আড্ডার অনুষ্ঠান ত্রিবেণী। করোনাকালে দর্শক-শ্রোতাদের ভিন্নধারার আনন্দ দিতে চেষ্টা করছি আমরা। সারাবছরই সুস্থ বিনোদন প্রচারে সচেষ্ট ত্রিবেণী। আমরা সবসময় সুস্থ বিনোদনের পক্ষে। দর্শকদের কথা চিন্তা করেই অনুষ্ঠান নির্মাণ ও প্রচারিত হয়। দর্শক সন্তুষ্টিই প্রাধান্য দিই আমরা।

তিনি আরও বলেন, ত্রিবেণীকে সংগীত গবেষণাগার বানাতে চাই। এরইমধ্যে ত্রিবেণী শো’ সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরা হচ্ছে। শিল্পীরা সুযোগ পাচ্ছেন নিজেদের মেলে ধরার। শিল্পীরা যাতে সৃজনশীল চর্চার সুযোগ ও স্বীকৃতি পান সে জন্যই এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। ত্রিবেণীতে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়