ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৮ মার্চ ২০২৩  
নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার শরিফ মিয়া

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ শরিফ মিয়া (২০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (১৮ মার্চ) সকালে মাধবদীর পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফ মিয়া হবিগঞ্জের মাধবপুর থানার দলগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

আরো পড়ুন:

র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ মিয়া পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক কারবারি। তিনি নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করেন। 

তার বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।  
 

হৃদয়/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়