ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৬ ডিসেম্বর ২০২৫  
টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজিবির টেকনাফ ব্যাটেলিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান মাদক উদ্ধারের তথ্য জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাদকবিরোধী অভিযানে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফ নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায়  তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গলে কাদা-মাটির নিচে লুকিয়ে রাখা ৫০ হাজর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়