ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিফটির পর সাব্বিরের সেঞ্চুরি, সহজেই জিতলো রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৮ মার্চ ২০২৩  
ফিফটির পর সাব্বিরের সেঞ্চুরি, সহজেই জিতলো রূপগঞ্জ

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ ও সাব্বির রহমানের। গতবারের রানার্সআপরা দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছে। রান পেয়েছেন দলের ক্রিকেটার সাব্বির রহমান। প্রথম রাউন্ডে ফিফটি পেলেও এবার তার ব‌্যাট থেকে আসে ঝকঝকে সেঞ্চুরির ইনিংস।

সিটি ক্লাবকে শনিবার ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। মিরপুর শের-ই-বাংলায় আগে ব‌্যাটিং করে সিটি ক্লাব ২৪৮ রানে গুটিয়ে যায়। জবাবে সাব্বিরের সেঞ্চুরিতে ৪১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ‌্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। তিনে নেমে সাব্বির ১০৭ বলে ১১০ রান করেন। ১৮ চারে সাজান নিজের ইনিংসটি।

আরো পড়ুন:

এছাড়া ৭৪ রান করেন দলের উইকেটরক্ষক ব‌্যাটসম‌্যান ইরফান শুক্কুর। এছাড়া ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের ব‌্যাট থেকে আসে ৩৯ রান। এর আগে প্রথম ইনিংসে বল হাতে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন এনামুল হক জুনিয়র। এছাড়া ২ উইকেট নেন  আল-আমিন হোসেন। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে আসিফ আহমেদ রাতুলের ব‌্যাট থেকে।

রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি এ ম‌্যাচে খেলেননি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন ইরফান শুক্কুর।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়