ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লক্ষ্মীপুরে ১২ দিনে আক্রান্ত দেড় হাজার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ৩১ জুলাই ২০২১   আপডেট: ০৮:৪০, ২ আগস্ট ২০২১
লক্ষ্মীপুরে ১২ দিনে আক্রান্ত দেড় হাজার

লক্ষ্মীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে  মৃত্যুর সংখ্যাও বেড়ে চলছে। ১০০ শয্যার লক্ষ্মীপুর সদর হাসপাতাল এখন করোনা রোগীদের হাসপাতালে পরিণত হয়েছে। করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসকদের।

জেলায় ২৪ ঘন্টায় ২২২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার এক দিনে শনাক্ত হয়েছিল ১৭৪ জন; তার আগের দিন শনাক্ত হয়েছিল ২০৫ জন। গত ১২ দিনে জেলায় প্রায় দেড় হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৪৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৩ হাজার ২০৭ জন রয়েছে। হাসাপাতালে করোনা রোগী ভর্তি আছে ৫৫ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৭৫ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ৪৫ জন এবং এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

শুক্রবার (৩০জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। এ জেলার জন্য এটি বিপজ্জনক। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, অবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যেই যথাযথ ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়দের মধ্যে সামাজিক সচেতনতা কম, এতে করে সংক্রমণ আরও বাড়তে পারে। সরকারি ব্যবস্থার সাথে সাথে নিজস্ব উদ্যোগে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া করোনা রোগীদের জন্য আরও ৫০ শয্যা বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়