ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হতাশায় চলন্ত বিমানের দরজা খুললেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৮ মে ২০২৩  
হতাশায় চলন্ত বিমানের দরজা খুললেন যাত্রী

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলায় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দক্ষিণ করিয়ার দাইগু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকালে বিমানটি জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়ে দক্ষিণ কোরিয়ার দায়েগুতে যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খুলে ফেলেন। পরে ওই অবস্থায় ১৯৪ যাত্রী নিয়ে বিমানটি দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়।

ওই ব্যাক্তি জানান, চাকরি হারানোর পর তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। এমন অবস্থায় তিনি জেজু দ্বীপ থেকে দাইগু বিমানবন্দরে রৌনা হন। এমন সময় তার দমবন্ধ হয়ে আসছিল এবং দ্রুত তিনি বিমান থেকে বের হতে চাচ্ছিলেন। 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়