ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাথুরুসিংহের সহকারী হতে ১০ জনের আবেদন, সংক্ষিপ্ত তালিকায় ৬

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ২১:৫১, ১৮ মার্চ ২০২৩
হাথুরুসিংহের সহকারী হতে ১০ জনের আবেদন, সংক্ষিপ্ত তালিকায় ৬

জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী কোচ খুঁজতে বিসিবি বিজ্ঞাপন দিয়েছিল। আবদনের শেষ সময় ছিল গত ৪ মার্চ। এ সময়ে বিসিবির সিভিবক্সে জমা পড়েছিল ১০টি আবেদন।

যেখানে স্থানীয় একজন কোচও আবেদন করেছিলেন। বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল আবেদন করেছিলেন। এরই মধ‌্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন।

আরো পড়ুন:

দশ আবেদনের থেকে ছয়টি শর্ট লিস্ট করেছেন তারা। সেখান থেকে চারজনের সাক্ষাৎকার এরই মধ‌্যে নেওয়া হয়েছে। আগামী ২৩ তারিখের পর বাকি দুজনের সাক্ষাৎকার হবে। এরপরই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শনিবার জালাল ইউনুস বলেছেন, ‘প্রায় ১০টা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ছয়টি শর্ট লিস্ট করা হয়েছে। চারজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলেছি। ভার্চুয়ালি ইন্টারভিউ নিয়েছি তাদের। আরও দুজন বাকি আছে। ২৩ তারিখ সেই দুটি হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কাকে নেওয়া হবে।’

দলের জন‌্য যাকে যোগ‌্য মনে হয় তাকেই নিয়োগ দেওয়া হবে বলে জানালেন জালাল ইউনুস, ‘যারা আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমাদেরও দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।’ 

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়