ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটনের বিশ্বকাপের দল প্রস্তুত, তবে…

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২ ডিসেম্বর ২০২৫  
লিটনের বিশ্বকাপের দল প্রস্তুত, তবে…

অধিনায়ক হওয়ার পর থেকে লিটন দাস একটি বিষয় পরিস্কার করেছেন খুব ভালোভাবেই, যাদেরকে জাতীয় দলে নেওয়া হচ্ছে তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে, সুযোগ দিয়ে জায়গা পাকাপোক্ত করা।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়ক করা হয়েছে। লম্বা সময়ের জন‌্য অধিনায়কত্ব পাওয়ায় তার পরিকল্পনা ছিল পরিস্কার। জাতীয় দলের স্কোয়াডের আশে পাশে যারা আছেন তাদেরকেই প্রস্তুত করা। সেই মোতাবেক এগিয়েছেন তিনি।

আরো পড়ুন:

বিশ্বকাপের আগে মঙ্গলবার আয়ারল‌্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছে বাংলাদেশ। ২-১ ব‌্যবধানে সিরিজ জেতায় খুশি লিটন। কিছুদিন পর ক্রিকেটাররা বিপিএলে খেলবেন। এরপর চলে যাবেন বিশ্বকাপে।

নিজেদের প্রস্তুতি নিয়ে লিটন বলেছেন, ‘‘প্রথম ম‌্যাচে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ওভারকাম করতে পারিনি। পরে টানা দুই ম‌্যাচ জিতে আমরা সিরিজটা জিততে পেরেছি। অনেক ইতিবাচক দিক এটা।’’

বিশ্বকাপের দলে কারা থাকবেন, কাদের নিয়ে স্বপ্নের যাত্রায় উড়াল দেবেন তা ভেবে রেখেছেন লিটন, ‘‘দল অনেক আগের থেকেই প্রস্তুত ছিল। যখন এশিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই। আপনি যদি দেখেন প‌্যাটার্নটা…এই কয়েকটা খেলোয়াড়ই খেলছে, তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে প্রস্তুত ছিল।’’

বিপিএলেও ক্রিকেটারদের পরীক্ষা হবে। মন খুলে তারা পারফর্ম করবেন। যার যার দলে নিজের ছাপ রাখবেন এমনটাই অধিনায়কের প্রত‌্যাশা। বিপিএল থেকে ফিরে আবার যখন জাতীয় দলে আসবেন তখন সেরা ফর্ম নিয়েই আসতে পারে সেই অপেক্ষায় থাকবেন লিটন,  ‘‘এখন একটা জিনিস থাকবে, খেলোয়াড়রা বিপিএল খেলবে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট। আমার মনে হয় যে যেখানেই খেলুক, যেকোনো দলই খেলুক, তারা সেরা ক্রিকেটটা খেলবে এবং ওই সেরা ক্রিকেটটাই আবার যখন আমরা জাতীয় দলের হয়ে আসবো, তখন আবার খেলার চেষ্টা করব।’’

সঙ্গে কেউ যেন চোটে না পড়ে সেদিকেও নজর রাখার কথা বললেন তিনি, ‘‘আমি পারফরমেন্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন না। কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে। ভালো খেলোয়াড় সব জায়গায় পারফর্ম করে। আমি চিন্তিত একটা জায়গায়, এখান থেকে কোনো খেলোয়াড় যেন ইনজুরিতে না পড়ে। তখন আমি ওই জায়গাটা কাভার আপ করব কিভাবে?’’

নিজের বিশ্বকাপের দল লিটন প্রস্তুত করেই ফেলেছেন লিটন। তবে সামনে যেহেতু বিপিএল এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে কেউ যদি অকল্পনীয় পারফরম‌্যান্স করে তাহলে তার কী সুযোগ মিলবে? প্রতিশ্রুতিশীল কেউ দারুণ কিছু করলে তার জন‌্য জাতীয় দলের জায়গা কী খুলবে?

লিটন আশা দেখানোর সঙ্গে বাস্তবতাও মনে করিয়ে দিলেন, ‘‘যেহেতু বিপিএল একটা বড় লিগ। কোনো খেলোয়াড় যদি এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলে, অবশ্যই তার জন্য জায়গা খোলা। কারণ আপনি খেলোয়াড় নির্বাচন করবেন কিভাবে?  পারফরমেন্স দেখে নির্বাচন করবেন। পাশাপাশি এটাও দেখতে হবে, দলের নিয়মিত খেলোয়াড় যদি একই জায়গা পারফর্ম করে তাহলে তো আপনি পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবে না।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়