ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:০০, ২ ডিসেম্বর ২০২৫
শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায়। তাতে এই ম্যাচটি উভয় দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সিরিজ জয়ের প্রশ্নে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলবেন শরীফুল, রিশাদ ও শামীম পাটোয়ারী। আর একাদশের বাইরে গেছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিব।

আরো পড়ুন:

আয়ারল্যান্ডও তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। একাদশে এসেছেন কার্টিস ক্যাম্ফার ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট। বাইরে গেছেন  বেন ক্যালিট্‌জ, ব্যারি ম্যাককার্থি ও জশ লিট্‌ল।

টস জেতার পর পল স্টার্লিং বলেছেন, ‘‘আজ আমরা ব্যাটিংই শুরু করছি। চেষ্টা থাকবে বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আর আগের ম্যাচের তুলনায় এবার সেটা আরও ভালোভাবে ডিফেন্ড করা। উইকেট শুকনো দেখাচ্ছে, স্পিনাররাও কাজে লাগবে আশা করি। আজ আমরা কিছু পরিবর্তন এনেছি, দ্বিতীয় ইনিংসে চাপ ধরে রাখার পরিকল্পনাই মূলত। সাম্প্রতিক সময়ে আমরা দারুণ এক ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। আজও সেটা ধরে রাখার আরও একটা সুযোগ আছে।’’

তিনি আরও বলেন, ‘‘যারা দলে ঢুকেছে, সবাই নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে- এটাই সবচেয়ে বড় পাওনা। আমরা খুব ছোট একটা দেশ, সম্পদও সীমিত, খেলোয়াড়ও হাতে গোনা। তার পরও নতুন যারা সুযোগ পাচ্ছে, তারা শুধু মানিয়ে নিচ্ছে না, দারুণ অবদানও রাখছে। এটা সত্যিই উপলব্ধির মতো ব্যাপার। এই মাঠে শেষ ম্যাচটা জিতেই শেষ করতে চাই আমরা। আমার যতদূর মনে পড়ে, আয়ারল্যান্ডের জার্সিতে সিরিজ জয় সামনে এনে দেওয়ার কাজটা আমাদের আগে হয়নি। তাই ছেলেদের মাঝে বাড়তি উদ্দীপনা তো থাকবেই।”

টসে হারা বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, “আমরাও আসলে ব্যাটই করতে চেয়েছিলাম। পিচটা একটু শুকনো, সঙ্গে ভালো বাউন্সও থাকার কথা; এমন ভাবনাই ছিল। (গত ম্যাচ) পাওয়ারপ্লেতে যদি দুই-তিনটা উইকেট পড়ে যায়, তখন বড় রান তোলা খুব কঠিন হয়ে যায়। পাওয়ারপ্লে শেষে আমাদের হাতে যেন যথেষ্ট উইকেট থাকে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলেই বড় স্কোর সম্ভব।’’

একাদশে পরিবর্তন আনার বিষয়ে তিনি বলেন, ‘‘আমাদের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। শরিফুল, রিশাদ আর শামীম পাটোয়ারি আজ দলে ফিরছে।”

আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথিউ হামফ্রিজ ও বেন হোয়াইট।

বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন,  সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,  মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়