ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, মার্শাল মাতালেন বিকেএসপি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফতুল্লায় শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, মার্শাল মাতালেন বিকেএসপি

ক্রীড়া প্রতিবেদক, ফতুল্লা থেকে: আল-আমিনের ফুল টস বল স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৯২ থেকে ৯৬ রানে পৌঁছে যান নাজমুল হোসেন শান্ত। পরের বল স্কয়ারে পাঠিয়ে আরও ২ রান। শেষ বলে ১ রান।

নার্ভাস নাইন্টি নাইনে আবাহনীর টপ অর্ডার ব্যাটসম্যান। শফিউল ইসলামের পরের ওভারের প্রথম বলে আরও ১ রান নিয়ে মঙ্গলবার ফতুল্লায় ক্যারিয়ারের তৃতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ৭৮ বলে ফিফটি ছোঁয়া শান্ত পরের ৩০ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। তিন বাউন্ডারিতে ফিফটি ছুঁলেও সেঞ্চুরির ইনিংসটি সাজান ৭ চার ও ২ ছক্কায়। চোখের পলকেই শতরান পূর্ণ করেন শান্ত।
 


ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দশম ওভারে বিজয়কে (৩৯) হারায় আবাহনী। তিনে ব্যাটিংয়ে নামেন শান্ত। ইনিংসের শেষ পর্যন্ত আবাহনীর ইনিংসকে একাই টেনে নেন বাঁহাতি ব্যাটসম্যান। তার ক্যারিয়ার সেরা ১৩৩ রানের ইনিংসে ভর করে আবাহনী ৫ উইকেটে তুলে ২৯০ রান। ১২৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটিকে। শান্তকে পঞ্চম উইকেটে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৪৬ রান। দুজনের জুটিতে আসে ১৪০ রান।
 


বল হাতে অগ্রণী ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নেন আল-আমিন ও সালমান হোসেন।

এদিকে অষ্টম রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রাইম দোলেশ্বরের মার্শাল আইয়ুবও। বিকেএসপিতে ১২৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১৩৫ রান করেন মার্শাল। তার সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর তুলেছে ২৮৬ রান। ৬৭ রান করেন ফরহাদ হোসেন। প্রাইম ব্যাংককে আজ জিততে হলে বিশাল লক্ষ্য তাড়া করতে হবে। 



রাইজিংবিডি/ফতুল্লা/৬ মার্চ ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়