ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে মাদক উদ্ধার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মহানগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময়  দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫০০ লিটার দেশি মদ ও ১০ কেজি গাঁজা।

আককৃতরা হলেন-  সিএন্ডবি, বিএফআইডিসি গেট এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. লোকমান হোসেন (২৬) ও নোয়াখালী বেগমগঞ্জ থানার মো. নজির মিয়ার ছেলে মো. লিটন (৩২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান রাইজিংবিডিকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট হতে কালুরঘাট অভিমুখী কাপ্তাই রাস্তার মাথার দক্ষিণ পাশের কান্ট্রি স্প্রিট সপের ভেতর অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৫০০ লিটার দেশি মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২ অক্টোবর ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ