ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৩

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩-তে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির (৭) মৃত্যু হয়েছে। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন রাব্বির মা শারমীনের (২৮) মৃত্যু হয়।

হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহণের একটি যাত্রীবাহী বাস রোববার সকাল ৮টার দিকে বেলাব উপজেলার দড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং তিনটি শিশু। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। 



রাইজিংবিডি/নরসিংদী/১২ ফেব্রুয়ারি ২০১৭/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়