ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপুল শাপলাপাতা, হাঙ্গর ও পীতাম্বরী মাছসহ ট্রলার আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৬ এপ্রিল ২০২৪  
বিপুল শাপলাপাতা, হাঙ্গর ও পীতাম্বরী মাছসহ ট্রলার আটক

পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙ্গর ও সাড়ে ৭ মণ পীতাম্বরী মাছসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে এ ট্রলারটি জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই এসব মাছ মাটিচাপা দেওয়া হয়। 

সংশ্লিষ্টদের হিসেব মতে, জব্দকৃত এসব মাছের অবৈধ বাজার মূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা। 

এসময় জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ আর ধরবে না মর্মে মুচলেকা নিয়ে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়। 

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা, হাঙ্গর ও পীতাম্বরী মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর ও নিরাপদ রাখতে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। 

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়