ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে : ত্রাণমন্ত্রী

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে : ত্রাণমন্ত্রী

নাটোর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, চলনবিলের কৃষকরা যতদিন এই দুর্যোগ কাটিয়ে না উঠবে ততদিন তাদের মাঝে সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে।

এ ছাড়া চলনবিল অঞ্চলে একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে নাটোরের চলনবিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণের সময় মন্ত্রী এই সব কথা বলেন।

এ সময় উপজেলার ডাহিয়া এলাকায় চলনবিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ আলম, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উজান থেকে নেমে আসা ঢল আর বৃষ্টির পানিতে  চলনবিলের অন্তত দুই হাজার কৃষকের বোরো ধান তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে  বেলা সাড়ে ১১ দিকে নলডাঙ্গা উপজেলার হালতি গ্রামে  গ্রাম রক্ষা বাঁধের  উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।

এই সময় উপস্থিত ছিলেন নাটোর সদর (নাটোর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা মু. রেজা হাসানসহ অন্যরা।



রাইজিংবিডি/নাটোর/১ মে ২০১৭/এমএম আরিফুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ