ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্র আটক

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

যশোর জিলা স্কুল কেন্দ্রের সামনে অভিভাবকদের মোবাইল ফোনে প্রশ্ন দেখানোর সময় তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক মনিরুজ্জামান যশোর সরকারি এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ধোপাদী গ্রামের সানাউল্লাহর ছেলে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, আজ শনিবার এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা। সকাল পৌনে ১০টার দিকে এই যুবক জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে তার মোবাইল ফোনে অভিভাবকদের এই বিষয়ের প্রশ্ন দেখাচ্ছিলেন। এ সময় অভিভাবকরা তাকে আটক করে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন। পরে দেখা যায় আজ ‘খ’ সেটে পরীক্ষা হলেও তিনি ‘ক’ সেটের প্রশ্ন প্রদর্শন করছিলেন।

যশোর কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম জানান, পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশের কাছে অভিভাবকরা তাকে তুলে দেন। পরে তাকে পরীক্ষার কেন্দ্র থেকে থানায় নিয়ে আসা হয়।



রাইজিংবিডি/যশোর/১০ ফেব্রুয়ারি ২০১৮/বি এম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়