ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসদ থেকে মগবাজার, স্মরণকালের সর্ববৃহৎ জানাজা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১১, ৩১ ডিসেম্বর ২০২৫
সংসদ থেকে মগবাজার, স্মরণকালের সর্ববৃহৎ জানাজা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ জানাজা হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 

আরো পড়ুন:

লাখ লাখ মানুষের অংশগ্রহণ বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা বলে বিবেচনা করা হচ্ছে। মানুষের কাতার পৌঁছে যায় সংসদ ভবন থেকে ফার্মগেট-কারওয়ানবাজার হয়ে মগবাজার পর্যন্ত।  

এর আগে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ দলে দলে জানাজায় অংশ নিতে আসেন। বিশাল এই জনসমাগমে পুরো এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও জানাজায় অংশ নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান। 

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাজায় সংক্ষিপ্ত বক্তব্যে মায়ের ভুল-ক্রটি ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান।

বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা। 

ঢাকা/আলী/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়