আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না, বিদায় দেশমাতা: উজ্জ্বল
ছবির কোলাজ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোক প্রকাশ করেছেন সত্তরের দশকের জনপ্রিয় নায়ক ও বিএনপির সংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক।
উজ্জ্বল তার ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট দিয়েছেন। একটিতে তিনি লেখেন, “জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পর্যন্ত দীর্ঘ পথপরিক্রমায়। কখনো নায়ক উজ্জ্বল হিসেবে, কখনো বিএনপির সাংস্কৃতিক কর্মী হিসেবে, আবার সংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে—অসংখ্য স্মৃতি অল্প পরিসরে বলা সম্ভব নয়।”
জিয়া পরিবারের সঙ্গে নায়ক উজ্জ্বলের নানা মুহূর্ত
এই পোস্টের সঙ্গে তিনি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সঙ্গে তোলা কয়েকটি পুরোনো ছবিও প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর আরেকটি পোস্টে উজ্জ্বল লেখেন, “আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না। বিদায় দেশমাতা, বিদায়।”
বেলা ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
দাফনে অংশ নেন বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ পরিবারের সদস্যরা।
খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন নায়ক উজ্জ্বল
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন।
ঢাকা/রাহাত/শান্ত