ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশজুড়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার কিছু আগে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে, বেলা ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষের ঢল নামে। এদিকে, দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর—

আরো পড়ুন:

গোপালগঞ্জ
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুকসুদপুর উপজেলার বিএনপির উদ্যোগে পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে ও কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে জয়নগর বাজারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর
দিনাজপুরের হিলিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদার স্কুল মাঠে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া
কুষ্টিয়ায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বগুড়া
বগুড়ায় বিএন‌পি চেয়ারপার্সন ও সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গা‌য়েবানা জানাজা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/বাদল/মোসলেম/কাঞ্চন/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়