১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ঝালকাঠির কাঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের চাচাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার (১৪) ওই গ্রামের ফারুক খানের সৎ মেয়ে। সে উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। আটক জাকির হোসেন খান ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, জাকিরের শার্টের পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় মাকে বাঁচাতে লামিয়া এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে পেটান জাকির। এতে মা ও মেয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই লামিয়া মারা যায়। লিলি বেগম চিকিৎসাধীন আছেন।
কাঠালিয়া থানার ওসি আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, ‘‘অভিযুক্ত জাকিরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অলোক/রাজীব