ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ৩০ ডিসেম্বর ২০২৫  
মাদারীপুরে দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজ দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘‘পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়