ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরাণীগঞ্জে মাদ্রাসা ভবনে ফের বিস্ফোরণ

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৬, ৩১ ডিসেম্বর ২০২৫
কেরাণীগঞ্জে মাদ্রাসা ভবনে ফের বিস্ফোরণ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর একই মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছিল পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ‘‘গত শুক্রবারের বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসা ভবনের পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার সেই‌ বাড়ি পরিষ্কারে যায় রাজু নামের এক শ্রমিক। সেই সময় মাদ্রাসায় ফের বিস্ফোরণ হয়। এতে রাজু আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়