ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: ইসলামী ফ্রন্ট

বি‌শেষ প্রতি‌বেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: ইসলামী ফ্রন্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা বলেছেন, তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। 

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায়  রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক‌টি প্রতি‌নি‌ধি দল।

আরো পড়ুন:

দ‌লের চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ মুসা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নূরের রহমান রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ওসমান ও বুলবুল মোমেনশাহীসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

নেতারা বলেন, দেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মুসললিম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন একটি ঐতিহাসিক ও আপসহীন নেতৃত্বের প্রতীক। দল-মত নির্বিশেষে তার জানাজায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তা ও রাজনৈতিক জীবনের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

নেতারা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়