ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:০৭, ৩১ ডিসেম্বর ২০২৫
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ শিক্ষার্থী আটক

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কু‌ড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

এর মধ্যে, রাহিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। বিকেলে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।

ডিবি জানায়, পোস্টার সাঁটানোর স্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে সংগঠনটির প্রচারের কাজ করছিলেন। ঘটনার পরপরই শহরের বিভিন্ন দেয়ালে সাঁটানো পোস্টার সরিয়ে ফেলা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পোস্টার সাঁটানোর কথা স্বীকার করেছেন। আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়