ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, আশা চীনের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:০০, ৩১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, আশা চীনের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে বলে আশা করছে চীন।
 
বাংলাদেশ নতুন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একে কীভাবে দেখছে চীন? এমন প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই আশাবাদ ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে। 

আরো পড়ুন:

‍“আমরা নিশ্চিত যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ নিজেদের বিষয় নিজেরাই সঠিকভাবে সামাল দিতে সক্ষম এবং নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করতে পারবে,” বলেন তিনি।  

লিন জিয়ান বলেন, “আমরা আশা করি, বাংলাদেশ একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং দেশের রাজনৈতিক কর্মসূচি সুশৃঙ্খলভাবে এগিয়ে নেবে।”

বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির দেশগুলো থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলো আশা-আকাঙ্ক্ষা ও শঙ্কার কথা ব্যক্ত করে থাকে। তাদের বক্তব্য থেকে দেশগুলোর সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গতিবিধির আভাস পাওয়া যায়।

ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়