খুলনা-৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি থাকার কারণে তাদের মনোনয়ন বাতিল হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ ঘোষণা দেন। এ আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত খুলনা-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন; স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্লা।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন; ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।
রিটার্নিং অফিসার ফয়সল কাদের জানান, “এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।”
তবে বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন বলে জানান তিনি।
ঢাকা/নুরুজ্জামান/জান্নাত