ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উখিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উখিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে একজন নিহতসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় রোহিঙ্গাদের ৩০টি ঘর ভাঙচুর হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া এলাকার ৬ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। আহতরা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ইউএনও।

মো. নিকারুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম অংশে পাহাড়ি এলাকাসংলগ্ন বাড়িঘরে ৪/৫টি বন্যহাতি অতর্কিত হামলে পড়ে। এ সময় পালানোর সময় এবং হাতির আক্রমণে একজন রোহিঙ্গা নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

হাতির আক্রমণে রোহিঙ্গা ক্যাম্পের ৩০টির বেশী ঘর ভাঙচুর হয়েছে। আকস্মিক আক্রমণে পালাতে গিয়ে এবং হাতির হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউএনও নিকারুজ্জামান।



রাইজিংবিডি/কক্সবাজার/২২ ফেব্রুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়