ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ক্লাবের ‘অনুরোধে’ প্রস্তুতি ক্যাম্পের পর সুপার লিগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৬ এপ্রিল ২০২৪  
ক্লাবের ‘অনুরোধে’ প্রস্তুতি ক্যাম্পের পর সুপার লিগ

তীব্র গরমের কারণে চলমান ঢাকা লিগের সুপার লিগের খেলার মাঝে দুদিন বিরতি দিয়ে সূচি ঘোষণা করা হয়েছিল। তবে মাঝে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য চারদিন বিরতি দিয়ে সুপার লিগের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।  

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বাকি তিন রাউন্ডের সূচি প্রকাশ করা হয়। ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মাঝে দুই দিন বিরতিতে ৬ এপ্রিল পর্যন্ত চলবে খেলা। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা হবে বিকেএসপি-ফতুল্লায়। পঞ্চম রাউন্ডে দুই ভেন্যুর পাশাপাশি মিরপুরে হবে একটি ম্যাচ।

এর আগে ২২ এপ্রিল শুরু হয় সুপার লিগের খেলা। চলতি মাসের মধ্যে শেষ করে দেওয়ার ভাবনা থাকলেও গরম আর প্রস্তুতি ক্যাম্পের কারণে মে’র প্রথম সপ্তাহে গড়াচ্ছে খেলা। 

রাইজিংবিডিকে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ক্লাবের অনুরোধে চার দিন বিরতি দেওয়া হয়েছে। 

মুঠোফোনে সালাউদ্দিন বলেন, ‘জাতীয় দলের সবাই ক্যাম্প করছে। এ জন্য খেলোয়াড় সংকট তৈরি হয়েছে। ক্লাবের অনুরোধে ক্যাম্পের পর আমরা শুরু করবো।’ 

সুপার লিগের দুই রাউন্ড শেষে ট্রফি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আবাহনী লিমিটেড। প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ১৭ জনের মধ্যে ১০ জনই আবাহনীর ক্রিকেটার। এর মধ্যে তৃতীয় রাউন্ড শুরু হলে বিপাকে পড়তো ক্লাবটি।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়