ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লক্ষ্মীমূর্তিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীমূর্তিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা : বাড়িতে কালো পাথরের লক্ষ্মীমূর্তি রেখে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে তালা উপজেলার কলাগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার কানুলাল সরকারের কাছ থেকে নকল লক্ষ্মীমূর্তি ছাড়াও বেশ কিছু তাম্রমুদ্রা ও পিতল, কাঁসার বাসনপত্র উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাশেমী জানান, বুধবার ক্রেতা সেজে কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় কানুলাল তাদের সঙ্গে মূর্তিটি বিক্রয়ের চুক্তি করেন। পরে নিজ ঘরের মাটির নিচ থেকে কালো পাথরের তৈরি লক্ষ্মীমূর্তি উত্তোলন করেন। এ সময়  তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক আরও জানান, কানুলাল তার অপরাধ স্বীকার করে বলেছেন-  তিনি মূর্তি দেখিয়ে মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছেন। তিনি জানান, বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। 



রাইজিংবিডি/সাতক্ষীরা/২১ মার্চ ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়