ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সংখ্যালঘুদের জীবন-সম্পত্তি রক্ষার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংখ্যালঘুদের জীবন-সম্পত্তি রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক : ভূমিদস্যুদের থাবা থেকে নড়াইলের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ (এমআরএফবি), অভিযান ও এএসডিবির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় বক্তারা।

মানববন্ধনে এমআরএফবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা নীরদবরণ মজুমদার, দপ্তর সম্পাদক পবিত্র মিস্ত্রী, অভিযান নেত্রী বনানী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, যেভাবে দেশে সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, তাতে মনে হচ্ছে এদেশ একদিন সংখ্যালঘু শুন্য হয়ে পড়বে। সরকারের উচিত সংখ্যালঘুদের রক্ষায় কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা।

তারা বলেন, নড়াইল দেশের একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। জেলার সদর উপজেলার গোয়ালবাড়ি, বনগ্রাম, ননীক্ষীর, সীতারামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা-জমি জোরপূর্বক দখল, হামলায় মেতে ওঠেছে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী ও ভুমিদস্যু। বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের রক্ষায় রাষ্ট্রকে দ্রুত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।





রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়