ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

‘নাচোলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৮ মে ২০২৪  
‘নাচোলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ’

ছবি: রাইজিংবিডি

নাচোল উপজেলার ভাতসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এই কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রের বাইরে জটলা দেখা গেলেও ভেতরের চিত্র একদমই অপ্রত্যাশিত। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলায় ৫৭ টি কেন্দ্রে ভোট হচ্ছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। গোমস্তাপুর উপজেলায় ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। এবং ভোলাহাট উপজেলায় ৩৮ টি কেন্দ্রের ভোট দিবেন ৮৬ হাজার ২২৯ ভোটার।

এদিকে রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।  বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

/শিয়াম/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়