ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুর জেলা প্রশাসকের ফেসবুক আইডি হ্যাক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৮ মে ২০২৪   আপডেট: ১০:৫৪, ৮ মে ২০২৪
গাজীপুর জেলা প্রশাসকের ফেসবুক আইডি হ্যাক

ফাইল ফটো

গাজীপুরের জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেম মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে একাউন্ট দুটি আনভিজিবল হয়ে আছে। বিষয়টি প্রথমে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি দুটি একাউন্ট থেকে কোনো বিভ্রান্তিকর পোস্ট বা কনটেন্ট প্রকাশ পায় তাহলে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়