ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক শামির

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক শামির

ক্রীড়া ডেস্ক : এবারের বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি।

শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে ভারতকে নাটকীয় জয় এনে দেন শামি।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ১৬ রান। শামির প্রথম বলে চার মেরেছিলেন মোহাম্মদ নবী। পরের বল ডট। তৃতীয় বলে নবীকে লং অনে হার্দিক পান্ডিয়ার ক্যাচ বানিয়ে ফেরান ডানহাতি পেসার। পরের দুই বলে আফতাব আলম ও মুজিব উর রহমানকে বোল্ড করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

১৯৮৭ সালে চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন শামি। সব মিলিয়ে বিশ্বকাপে হ্যাটট্রিকের দশম ঘটনা এটি।

একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক আছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার (২০০৭ ও ২০১১)। একটি করে হ্যাটট্রিক আছে চেতন শর্মা, সাকলাইন মুশতাক (১৯৯৯), চামিন্দা ভাস (২০০৩), ব্রেট লি (২০০৩), কেমার রোচ (২০১১), স্টিভেন ফিন (২০১৫) জেপি ডুমিনি (২০১৫) ও শামির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ