ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘শ্রমিকের মজুরি ১২ কেজি চালের মূল্যের সমান’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শ্রমিকের মজুরি ১২ কেজি চালের মূল্যের সমান’

সংসদ প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বলছেন বাংলাদেশে বৈষম্য বেড়েছে তারা ঠিক বলছেন না। আজ একজন শ্রমিকের মজুরি ১২ কেজি চালের মূল্যের সমান।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপিকে বলা হয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য। কানাডার আদালত বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। অর্থাৎ জামায়াতে ইসলামী ও বিএনপি ‍দুটিই আন্তর্জাতিক সম্প্রদায়ের বিচার অনুযায়ী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে কেউ কেউ বলতে লজ্জা পেলেও রাত ১২টার পর টক’শোতে শোনা যায়, বাংলাদেশে নাকি কোনো অগ্রগ্রতিই হয়নি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাষ্ট্রের শুধু বস্তুগত বা ভৌত-অবকাঠামো উন্নয়ন নয়, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত জাতি গঠন করতে চাই। পৃথিবীকে অবাক করে দিয়ে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তার নেতৃত্বে আমরা স্বপ্নকেও অতিক্রম করবো।’



রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়