ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাইবান্ধায় সিনহা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় সিনহা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে সিনহা গার্মেন্টসের আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১২টার দিকে আগুন লাগে।

স্থানীয়রা জানান, উপজেলার কোচাশহর ইউনিয়নের হোসিয়ারী শিল্প এলাকার সিনহা গার্মেন্টসের দ্বিতল ভবনের নিচ তলায় সুতার গোডাউনে আকস্মিক আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের এপিএম গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/গাইবান্ধা/১৫ মে ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়