ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোনার ৩ রাজাকারের বিষয়ে পরবর্তী শুনানি ৪ জুলাই

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেত্রকোনার ৩ রাজাকারের বিষয়ে পরবর্তী শুনানি ৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার তিন রাজাকারের বিরুদ্ধে করা মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এই মামলার পলাতক আসামি রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসিকে (৮০) গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দিতে নেত্রকোনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।

এই তিন অভিযুক্ত হলেন- শান্তি কমিটির সদস্য হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।

এদের মধ্যে শুধু মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু  পলাতক আছেন।

তিনজনেরই গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ মেথর পাড়ায়। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।

তদন্ত সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ এ মামলায় তদন্ত করেন।

এই তিনজনের বিরুদ্ধে নির্যা‌তন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও দেশত্যাগে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।

নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখারী গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত এসব অপরাধের ভিত্তিতে এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলে  জানান তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়