ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ

গোয়ালগ্রামে শহীদদের স্মরণে স্মৃতিফলক

 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ । ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালগ্রামে রাজাকারদের সহযোগিতায় পাকহানাদার বাহিনী অতর্কিত হামলা চালায়। নির্মম এ হামলায় মুক্তিযোদ্ধাসহ ১৭ জন নিরীহ গ্রামবাসী নিহত হন। গুলিবিদ্ধ হয় ২ মুক্তিযোদ্ধাসহ অসংখ্য নারী-পুরুষ।

 

স্থানীয়দের বর্ণনায় সে রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ফরাজী বাড়িতে অবস্থান নেয় একদল মুক্তিযোদ্ধা । স্থানীয় রাজাকারদের এমন সংবাদে রাত আনুমানিক ২টার দিকে পাকহানাদার বাহিনী ওই বাড়ি ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়। গুলির শব্দে ঘুমন্ত মুক্তিযোদ্ধাদের কেউ পালিয়ে আত্মরক্ষা করেন। আবার কেউ পাল্টা গুলি বর্ষণ করে শহীদ হন। ওই হামলায় নিহত ১৭ শহীদকে বাড়ির পিছনে বাগানের ভিতর গণকবর দেওয়া হয়। পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা এই গণহত্যা চালিয়েই ক্ষান্ত হয়নি, ওই গ্রামটিও আগুনে পুড়িয়ে দেয়।

 

সেদিনের সে নির্মম স্মৃতি আজও ভুলতে পারেননি গুলিবিদ্ধ ওই সময়ের ৮ বছর বয়সী জইতুন নেছা। তার বাম বাহুতে গুলি লাগে। সেদিন শিশু জইতুন প্রাণে বাঁচলেও পরিবারের সবাইকে হারিয়ে আজও তিনি বয়ে বেড়াচ্ছেন দুঃষহ যন্ত্রণা।

 

দৌলতপুর উপজেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসন গণকবরস্থলে শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করেছেন। সেখানে শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানানো হয় বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান।

 

 


রাইজিংবিডি/ কুষ্টিয়া/৬ সেপ্টেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়