ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরপুরে পঞ্চম দফায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে পঞ্চম দফায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

সচিবালয় প্রতিবেদক : নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে মিরপুরে বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না। এই নিয়ে এই প্রকল্পের নির্মাণকাজের জন্য পঞ্চম দফায় এই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

বুধবার তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার মিরপুরের ১, ২, ৬,৭ এলাকা, পশ্চিম মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বর সড়ক এবং রূপনগর, আরামবাগ ও আরুবদি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিমি মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে। এই প্রকল্পের নির্মাণকাজের জন্য গত দুই সপ্তাহে বৃহস্পতিবারও মিরপুর এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ ‍ছিল। এলাকাগুলো হচ্ছে- মিরপুর ১০-এর পূর্ব ও পশ্চিম পাশ, আগারগাঁও রোড, মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত থেকে ভাষানটেক, উত্তর কাফরুল, তালতলা, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, আহমদনগর, পাইকপাড়া, শিয়ালবাড়ি, রূপনগর, আরামবাগ, ইস্টার্নহাউজিং, মিরপুর ক্যান্টনমেন্ট এবং আশপাশের এলাকা।

এর আগে চলতি বছরের ২১ এপ্রিল, শুক্রবার এবং ২৯ জানুয়ারি, রোববার আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশে গ্যাস সংযোগ বন্ধ রেখে মেট্রোরেল প্রকল্পের কাজ করা হয়। তারও আগে গত ২৮ ডিসেম্বরও একই কাজের জন্য দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়