ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাফর ইকবালের ওপর হামলায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে হামলার পেছনে যে বা যারা জড়িত, তাদের গ্রেপ্তারে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

শনিবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ড. জাফর ইকবালকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ। যে বা যারা এই হামলার পেছনে জড়িত, তাদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কাজ শুরু করে দিয়েছে।’

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন। তখনই ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

**



রাইজিংবিডি/সিলেট/৩ মার্চ ২০১৮/নোমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ