ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংসদে মমতাজের গান

এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও

সংসদ প্রতিবেদক : বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে সংসদে কথা বলেছেন  কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। বক্তব্যের শেষে স্পিকারের অনুমতি নিয়ে কয়েক লাইন গান শোনান তিনি।

বঙ্গবন্ধু ও সরকারকে নিয়ে গানটি হচ্ছে-‘এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও, এগিয়ে চলো বাংলাদেশ পাল উড়িয়ে দাও, গড়বে উন্নত দেশ এবার শেখ হাসিনার নাও, ভাটিয়ালি গানের সুরে মুজিব তুমি বাইয়া যাও রে, আমরা পাব উন্নত এক সোনার বাংলাদেশ। নতুন প্রজন্মের এটাই হোক নতুন করে স্লোগান।’

মঙ্গলবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গানে গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি।

এ সময় স্পিকার ও সংসদে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা মুগ্ধ হয়ে গানটি শোনেন।

এছাড়া বক্তব্যে মমতাজ বেগম (মানিকগঞ্জ-২) নিজ এলাকায় মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পাঞ্চল ঘোষণার দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়