ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আহসান আহমেদের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহসান আহমেদের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন মন্ত্রী মুক্তিযোদ্ধা আহসান আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম আহসান আহমেদ নীলফামারী জেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে যে বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করে গেছেন তার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আহসান আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

খালেদা জিয়া বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে মরহুম আহসান আহমেদ যথেষ্ট অবদান রেখেছেন। এছাড়া গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করতে তার অনন্য ভূমিকার জন্য এলাকাবাসী তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

বিএনপি নেত্রী মরহুম আহসান আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একজন বলিষ্ঠ সংগঠক এবং সর্বোপরি জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তার অবদানের কথা স্মরণ করে মির্জা আলমগীর বলেন, ‘তার মৃত্যুতে নীলফামারী জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী হিসেবেও তার অবদান অনস্বীকার্য।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়