ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেষ হচ্ছে ছেঁউড়িয়ায় দুদিনের লালন মেলা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ হচ্ছে ছেঁউড়িয়ায় দুদিনের লালন মেলা

কুষ্টিয়া প্রতিনিধি : শুক্রবার মধ্যরাতে বাউল গানের সহজ কথামালার মধ্য দিয়ে শেষ হবে কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় দুদিনব্যাপী লালন মেলার।

 

বাউল সাধক লালন চর্চার আদি পরিবেশ সৃষ্টি ও গবেষণার ক্ষেত্র তৈরির লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দুদিনের এই মেলা শেষ হবে শুক্রবার মধ্যরাতে।

 

মেলাকে কেন্দ্র করে শিষ্য, লালন ভক্ত, জ্ঞানী-গুনীরা ভিড় করেছেন ছেঁউড়িয়ায় আঁখড়াবাড়িতে।

 

৬৪ জেলা থেকে আমন্ত্রিত দেশসেরা ৬৪ জন বাউলশিল্পীরা গান করছেন আঁখড়াবাড়িতে। লালনের গান গেয়ে তাকে পরিচিত করছেন বিশ্বের দরবারে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, লালন দর্শনকে বিকশিত করার প্রয়াসে মেলায় বাউল সাধকদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে বাউলদের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করেছে। এতে বাউল গানের চর্চা যেমন বাড়বে তেমনি সর্বত্র ছড়িয়ে পড়বে বাউলদের দর্শন।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ নভেম্বর ২০১৬/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়