ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এডিপি বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়ানোর তাগিদ

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিপি বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক : বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

তিনি বলেছেন, `মাত্র সাত বছরের ব্যবধানে এডিপির আকার ২১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমান অর্থবছরে ১ লাখ ৩০০ কোটি টাকা হয়েছে। বিশাল আকারের এই এডিপির বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে হবে। এজন্য টিমওয়ার্কের মাধ্যমে আমাদের টেকসই সক্ষমতা গড়ে তুলতে হবে। আমাদের সামনে অগ্রগতির বিদ্যমান সুযোগ কাজে লাগাতে হবে।’

 

রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে আইইবির ৫৬তম কনভেশন উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়নের জন্য গুণগত প্রকৌশল’ বিষয়ক জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুযোগ বারবার আসে না। বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতির প্রভূত অগ্রগতি হয়েছে। এখন আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশ্বের ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।’

 

আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, ‘দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো, বিশেষ করে রাজধানীর ট্রাফিক জ্যাম ও গণপরিবহণসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে সকলকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে এক সঙ্গে বসে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সময়ের বিবর্তনে পৃথিবীর অনেক কিছুই বদলে যায়, অনেক কিছু বদলাতে হয়।’

 

অনুষ্ঠানে মন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘প্রকৌশলীরা হচ্ছেন স্বপ্ন বাস্তবায়নের কারিগর। কোনো কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। গোটা জাতি আপনাদের দিকে চেয়ে আছে। দুই শতাব্দী আগেও ২০ জন মানুষের মুখের আহার যোগাতে ১৯ জন মানুষকে শ্রম দিতে হতো, সেদিন পাল্টে গেছে।’

 

তিনি ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূপৃষ্ঠের পানি, বিশেষ করে বৃষ্টির পানি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য দেশকে উপযোগী করে যাওয়ার অঙ্গিকার নিয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।’

 

রোববার সকালে অনুষ্ঠিত এই সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়