ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কীর্তনখোলার তীরে সীমানা পিলার স্থাপন শুরু

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কীর্তনখোলার তীরে সীমানা পিলার স্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে স্থাপন করা হচ্ছে সীমানা পিলার।

 

সোমবার সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

 

বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান, আজ সীমানা নির্ধারণ করে ৫০ ফিট দূরত্বে ৩৫টি পিলার স্থাপন করা হয়। ভবিষ্যতে যেন কোনো অবৈধ দখলদার কীর্তনখোলা তীরে জমি দখল না করতে পারে সেজন্য এবার উচ্ছেদের সঙ্গে সঙ্গেই সীমানা চিহ্নিত করা হচ্ছে।

 

জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর জরিপে যৌথভাবে সীমানা চিহ্নিতকরণ ও পিলার স্থাপনের কাজে অংশগ্রহণ করেছে।

 

প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে বরিশাল জেলা প্রশাসন গত ৩ ডিসেম্বর কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে অবৈধ দখলদারদের বাধার মুখে ফিরে যায়।

 

ওই দিনই স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা প্রশাসনে যোগাযোগ করে অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নেওয়ার কথা জানান। ৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত জেলা প্রশাসন থেকে তাদের সময় বেধে দেওয়া হয়।

 

দুপুরের পর বরিশালের জেলা প্রশাসক ওই এলাকা পরিদর্শনে যান। প্রতিশ্রুতি অনুযায়ী দখলদাররা নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

 

এরপর আজ সোমবার সেখানে সীমানা চিহ্নিতকরণ ও পিলার স্থাপনের কাজ শুরু করা হয়।

 

 

রাইজিংবিডি/বরিশাল/৫ ডিসেম্বর ২০১৬/জে. খান স্বপন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়