ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সোনাগাজীতে বন্দুকযুদ্ধে শীর্ষ জলদস্যু নিহত

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাগাজীতে বন্দুকযুদ্ধে শীর্ষ জলদস্যু নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ জলদস্যু বাহিনীর কমান্ডার  আবুল কালাম ওরফে ভাগিনা কালাম নিহত হয়েছে।

নিহত কালামের বিরুদ্ধে সোনাগাজী থানায় ৩০টির অধিক মামলা রয়েছে । র‌্যাব এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

নিহত কালাম সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকার আবুল হাসেমের ছেলে ও স্থানীয় যুবদল নেতা।

র‌্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার সিও স্কোয়াডন লিডার শাফায়াত জামিল ফাহিম  জানান, শুক্রবার রাত ৮টার দিকে সোনাগাজীর পশ্চিম চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় র‌্যাব ।

এ সময় সোনাগাজীর শীর্ষ জলদস্যুবাহিনীর কমান্ডার  আবুল কালাম ওরফে ভাগিনা কালাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে  জলদস্যু  কালাম গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে স্থানীয় পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।



রাইজিংবিডি/ফেনী/২০ জানুয়ারি ২০১৭/সৌরভ পাটোয়ারী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়