ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সোনারগাঁয়ে বাসে গণধর্ষণ : চালক গ্রেফতার

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনারগাঁয়ে বাসে গণধর্ষণ : চালক গ্রেফতার

বাসচালক চান্দু মিয়া

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসে পোশাকশ্রমিককে গণধর্ষণের ঘটনায় পলাতক বাসচালক চান্দু মিয়াকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ধর্ষণের ঘটনার ১৬ দিন পর বুধবার রাতে সোনারগাঁ থানা-পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। এখানে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সম্ভাবনা রয়েছে।

 

পুলিশ জানায়, গত ১১ মে রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত রপ্তানিমুখী ‘ফকির ফ্যাশন’ পোশাক কারখানায় কাজ শেষে রাতে ওই কারখানার নিযুক্ত ভাড়া করা যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার পথে বাসের চালকসহ চারজন তাকে গণধর্ষণ করে সোনারগায়ের চরকামালদি এলাকায় ফেলে রেখে চলে যায়।

 

আশপাশের লোকজন ওই নারী শ্রমিককে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় বাসচালক চান্দু মিয়াসহ চারজনের নামে মামলা করেন।

 

পুলিশ মামলার পর বাসের হেলপার রুবেলসহ বাসটিকে আটক করে। এই ঘটনায় রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বাসচালক পলাতক চান্দু মিয়াকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।

 

চান্দু মিয়া আড়াইহাজার উপজেলার চরপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে। এ নিয়ে এ ঘটনায় দুজন গ্রেফতার হলো।



 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৮ মে ২০১৫/হাসান উল রাকিব/রণজিৎ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়