ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০১৮ সালে এসিসির দায়িত্ব পাবে বিসিবি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২২ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৮ সালে এসিসির দায়িত্ব পাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সালের জুনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কলম্বো থেকে এসিসির মিটিং শেষে দেশে ফিরেছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। সোমবার তিনি মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘বাই রোটেশন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এসিসির দায়িত্ব পেয়েছেন। দুই বছর তিনি এসিসির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসিসির দায়িত্ব গ্রহণ করবে।’

 

বোর্ড থেকে প্রতিনিধি ঠিক করে এসিসির দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এই দায়িত্ব গ্রহণ করতে পারেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৬/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়